শিরোনাম

পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের ঘটনায় চাচার বিরুদ্ধে অভিযোগ - Chief TV - চিফ টিভি

পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের ঘটনায় চাচার বিরুদ্ধে অভিযোগ - Chief TV - চিফ টিভি

নাজিরুল ইসলাম, শাজহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

জমিজমা বিরোধের জের ধরে বগুড়ার শাজাহানপুরে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগে আব্দুর রহিম (৪৫) নামের হতদরিদ্র এক জেলের ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। 

উপজেলার গোহাইল ইউনিয়নের তারোইল সুঠিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এঘটনায় আপন চাচার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত জেলে আব্দুর রহিম। সে ওই গ্রামের মৃত মকবুল হোসেন প্রামাণিকের ছেলে।

অভিযোগ সূত্রে ও সরেজমিনে জানাগেছে, তারোইল সুঠিপাড়া গ্রামের মৃত রমজান আলী প্রামাণিকের ছেলে মোতাহার হোসেন (৫০) বাড়ির জমি বিক্রির জন্য ৬-৭ মাস আগে নিজ ভাতিজা আব্দুর রহিমের কাছ থেকে ১০ হাজার টাকা বায়না নেন। উক্ত জমি ১ মাসের মধ্যে রেজিষ্ট্রি করে দেওয়ার কথা থাকলেও চাচা মোতাহার হোসেন তালবাহানা করতে থাকে। 

জমির বিষয়ে কথা বলতে গেলেই মোতাহার হোসেন ক্ষিপ্ত হন এবং আব্দুর রহিমের ক্ষতি করার হুমকি দেন। জেলে আব্দুর রহিম জানান, তিনি দার বাড়ির পাশে তারোইল মধ্যপাড়ায় অন্যের মালিকানাধীন দেড় বিঘা আয়তনের একটি পুকুর ২ বছরের জন্য পত্তন নিয়ে মাছের রেনু পোনা চাষ করে আসছিলেন। 

তিনি প্রথম দফায় ৮০ হাজার টাকা খরচ করে ২ লাখ ২০ হাজার টাকার মাছ বিক্রি করে লাভবান হন। তিনি ফের ওই পুকুরে বিগত ৮মাস যাবত টেংরা মাছের রেণু পোনা চাষ করছেন। এতে তার খরচ হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। সম্প্রতি তার পোনা মাছগুলো ধানী পোনায় উন্নীত হওয়ায় ৩ লাখ টাকায় সেগুলো বিক্রির কথাবার্তা চুড়ান্ত হয়। 

কিন্তু তার আগেই গত সোমবার দিবাগত রাতে কে বা কারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো নিধন করে। পরদিন মঙ্গলবার সকাল ৭টার দিকে আব্দুর রহিম প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারে তার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে। 

এমতাবস্থায় বিষ প্রয়োগের বিষয়ে মোতাহার হোসেনকে ইঙ্গিত করে কথা বলতে যান আব্দুর রহিম। এসময় মোতাহার হোসেন আব্দুর রহিমকে গালাগালি করেন এবং নানা রকম হুমকি দেন। এ ঘটনায় আব্দুর রহিম বাদি হয়ে মঙ্গলবার দুপুরে চাচা মোতাহার হোসেন, চাচি সাহেলা বেগম ও চাচাতো বোন সানো’র বিরুদ্ধে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগের তদন্তকারি কর্মকর্তা এস.আই শাহিন আলী জানিয়েছেন, পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের একটি অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই