বগুড়ায় ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই বসতবাড়িসহ গৃহপালিত প্রাণী - Chief TV - চিফ টিভি
শুভজিৎ সরকারঃ
বগুড়ার শাহজাহানপুর থানাধীন মাদলা ইউনিয়নের শ্মশান কান্দি গ্রামে অগ্নিকান্ডে পুড়ে ছাই বসতবাড়ি।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে সাজাহান আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা জানান, ভোর ৪ টার দিকে হঠাৎ তাদের গরু রাখার ঘরের মধ্যে আগুন দেখতে পায়। মূহুর্তেই পাশের আরো ২টি ঘরে আগুন ছড়িয়ে পরে। পরে গ্রামের সবাই আগুন নেভানোর চেষ্টা করে। সংবাদ পেয়ে গাবতলীর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বাড়ির মালিক সাজাহান আলী বলেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কোনো কিছুই বের করা সম্ভব হয়নি। চোখের সামনে পুড়ে গেল টিনের ঘর আসবাবপত্রসহ গৃহপালিত ২টি গরু,১টি ছাগল ও ৩০টি হাস মুরগি। এতে আগুনে পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবি।
এ দিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে শাহজাহানপুর উপজেলার চেয়ারম্যান এবং মাদলা ইউনিয়নের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহযোগিতা করেন বলে জানান পরিবারটি।
কোন মন্তব্য নেই