শিরোনাম

চোরাই অটোরিক্সা সহ দুই চোর গ্রেপ্তার - Chief TV - চিফ টিভি

চোরাই অটোরিক্সা সহ দুই চোর গ্রেপ্তার - Chief TV - চিফ টিভি
                                                      ছবিঃ প্রতিনিধি
ইব্রাহিম শান্ত কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালী কবিরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে অটোরিক্সা চোর চক্রের দুই সদস্যকে চোরাই অটোরিক্সা সহ গ্রেপ্তার করেছে কবিরহাট থানা পুলিশ ।

মঙ্গলবার ( ৯ এপ্রিল) কবিরহাট থানা পুলিশ,কবিরহাট উপজেলার কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে চোরাই অটোরিক্সা সহ চোর দের গ্রেপ্তার করে ।

গ্রেপ্তার কিতোরা হলেন ,নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চর-হাজারি গ্রামের মোঃ আব্দুর রবের ছেলে মোঃ আব্দুর রহিম। এবং আরেক আসামি একে গ্রামের মৃত তাজুল ইসলাম ছেলে মোঃ জাফর।

এই বিষয়ে কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন , অনেক দিন যাবত এই দুই চোর কবিরহাট উপজেলা সহ বিভিন্ন উপজেলায় তারা অটোরিক্সা চুরি করতো । কবিরহাট থানায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

কোন মন্তব্য নেই