২১ বছর পর কিশোরগঞ্জ সদর ইউনিয়নে কমিটি দেওয়া হল - Chief TV - চিফ টিভি
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার আওয়াতাধীন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কিশোরগঞ্জ সদর ইউনিয়ন কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ একটি শাখা। সদ্য অনুমোদিত উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরীক্ষীত আওয়ামী পরিবারের সন্তান আজাদ হোসেন আওলাদ মিয়া, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শুভ। গত সোমবার কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন সপু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভি স্বাক্ষরিত দুই সদস্য বিশিষ্ট কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়। সেই সাথে নবগঠিত সভাপতি ও সম্পাদককে নির্দেশ দেন আগামী ১০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য।
প্রতিক্রিয়া জানতে চাইলে নবগঠিত কমিটির সভাপতি আজাদ হোসেন আওলাদ মিয়া বলেন, "বাংলাদেশ ছাত্রলীগের কিশোরগঞ্জ সদর ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত করায় উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে নিষ্ঠার সাথে ছাত্রলীগের নীতি-নৈতিকতা মেনে চলবো।" এজন্য তিনি সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।
মাইনুল আরেফিন সপু সাথে কথা বলে তিনি বলেন সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ২১ বছর পর কিশোরগঞ্জ সদর ইউনিয়নে কমিটি দেওয়া হল সভাপতি আওলাদ, সাধারণ সম্পাদক শুভ।
কোন মন্তব্য নেই