শিরোনাম

পানছড়িতে উপজেলা কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Chief TV - চিফ টিভি

পানছড়িতে উপজেলা  কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Chief TV - চিফ টিভি

 মিঠুন সাহা, খাগড়াছড়ি  প্রতিনিধিঃ

কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষক লীগের গৌরব সাফল্য ও ঐতিহ্যের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০ টার সময় পানছড়ি উপজেলা কৃষকলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানে সম্পন্ন হয়।

এতে উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান কবির শাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মুমিন।এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক ইমান হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মুমিন,দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী,উপজেলা ওলামালীগের সভাপতি কাজী ইমেইল বিন ইউসুফ, উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক মুস্তফা কামাল, দপ্তর সম্পাদক শামসুর আলমসহ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কৃষক লীগের গৌরবময় ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন এবং উপজেলা কৃষকলীগের সাফল্য কামনা করেন।

কোন মন্তব্য নেই