শিরোনাম

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু - Chief TV - চিফ টিভি

 আসিফ ইশতিয়া লিওন নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে সাদ্দাম হোসেন( ১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার( ২২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।এর আগে গতকাল রাতে বোড়াগাড়ী বাগডোকরা রেলঘুন্টি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

সাদ্দাম হোসেন ওই এলাকার মৃত আবু হানিফার ছেলে।  

পুলিশ সূত্রে জানা যায় ,  চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস নামে ট্রেনে কাটা পড়েন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  

এবিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই