কাজিপুরে গান্ধাইল এক কলা গাছে ৪০টি মোচা - Chief TV - চিফ টিভি
মাহমুদুল হাসান (শুভ) কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নে খামারপাড়া গ্রামে একটি কলাগাছে এক সঙ্গে চল্লিশটির বেশি মোচা ধরেছে।
আর এই রকম একটা অদ্ভুত ঘটনা দেখতে এখানে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসছেন গান্ধাইল খামারপাড়া গ্রামে।
সরেজমিন গিয়ে জানা গিয়েছে, সিয়াম নামের এক কিশোর গত (১৮ এপ্রিল) দুপুরে বানিয়াজান খালের কৃষি জমিতে কাজ করতে যায়। এসময় জমির পাশেই একটি কলা গাছে ওই অদ্ভুত ওই মোচা দেখতে পায়। পরে এসে বাড়িতে এসে গ্রামের লোকজন কে বিষয়টি বলেন, এইভাবে খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই কলাগাছটি দেখতে ভিড় জমাচ্ছেন। অনেকেই কলাগাছটির ছবি তুলে নিয়ে যাচ্ছেন। অনেকে গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন।
স্হানীয় ইউপি সদস্য আবদুল মান্নান বলেন,এক কলা গাছে অসংখ্য মোচা,ধরেছে এমন ঘটনা আগে আমরা কখনো দেখিনি, আমি নিজেও অবাক হয়ে গিয়েছি। এই রকম ঘটনা আমাদের এলাকায় এই প্রথম।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, একটি কলা গাছে প্রায় ৪০টি মোচা ধরার ঘটনা বিরল।এমনটা অস্বাভাবিক এখানে কুসংস্কারের কিছু নেই। এটা গাছের অসুস্থতা জনিত কারুণে ঘটে থাকতে পারে। # ছবি আসে
কোন মন্তব্য নেই