লালমনিরহাটে পথচারীদের মাঝে শরবত বিতরণ - Chief TV - চিফ টিভি
কেএস সৌরভ, লালমনিরহাট (সদর) প্রতিনিধিঃ
প্রকৃতিতে তীব্র দাবদাহ বইছে। সারাদেশের ন্যায় লালমনিরহাটেও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এই তীব্র গরমে সাধারণ মানুষের কথা চিন্তা করে পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে লালমনিরহাট জেলার সামাজিক সেচ্ছাসেবী সংগঠন বন্ধু মহল।
২৯ এপ্রিল সোমবার, লালমনিরহাট জেলার প্রাণ কেন্দ্র মিশনমোর চত্বরে পথচারী ও রিক্সা চালকদের মাঝে এ শরবত বিতরণ কার্যকর অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা প্রতিষ্টাতা লালমনিরহাট বন্ধুমহল, মোঃ খায়রুল কবির, সভাপতি সম্মিলিত সেচ্ছাসেবী পরিষদ লালমনিরহাট,মোঃ মজিদুল ইসলাম, প্রতিষ্টাতা সভাপতি স্বপ্নচারী, সমাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সহ সংগঠনটির সম্মানিত সেচ্ছাসেবীগণ।
সংগঠনটির সভাপতি সোহেল রানা বলেন, সাধারণ মানুষের পাশে থাকতে সবসময় ইচ্ছে করে। অসহায় মানুষের হাসির মাঝে নিজের শান্তি খুঁজে পাই। সবার সহযোগিতা পেলে আরও বড় পরিসরে আয়োজন করতে পারবো।
কয়েকজন পথচারীর সঙ্গে কথা বললে তাঁরা বলেন, এই শরবত খেতে মনেহয় ভিতরটা ঠান্ডা হয়ে গেলো। এদের জন্য দোয়া রইলো।
পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে বন্ধু মহল গ্রুপ।

কোন মন্তব্য নেই