শিরোনাম

নোয়াখালীতে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু - Chief TV - চিফ টিভি

 

নোয়াখালীতে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু - Chief TV - চিফ টিভি

ইব্রাহিম শান্ত কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালী কবিরহাটে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া দুই শিশু হলো মোঃ হামদান (৭)ও তার ছোট ভাই মোঃ হাসান (৫)।তারা উপজেলা বাটিইয়া ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের গাজীরবাগ গ্রামের হাছান আলী জমিদার বাড়ির হারুন হুজুরের ছেলে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২ দিকে বাটিইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমিদার বাড়িতে এ ঘটনা ঘটে ।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ইকবাল হোসেন দুলাল এই তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, হামদান ও হাসান দু'ভাই দুপুর ১২ টার দিকে বাড়ির সামনে মসজিদের পুকুর গোসল করতে যায়।ওই সময় এক ভাই পুকুর পানিতে পড়ে গেলে আরে ভাই তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়।এ সময় পুকুর ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়।পরে পরিবারের সদস্যরা তাদের কে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে মসজিদের পুকুরে তাদের কে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে পুলিশ কে অবহিত করেনি।

কোন মন্তব্য নেই