শিরোনাম

তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও জুস বিতরণ করলো সভাপতি পদপ্রার্থী, ৩৭ নং ওয়ার্ড ছাত্রলীগ - Chief TV - চিফ টিভি

তৃষ্ণার্ত মানুষের মাঝে  পানি ও জুস বিতরণ করলো সভাপতি পদপ্রার্থী, ৩৭ নং ওয়ার্ড ছাত্রলীগ - Chief TV - চিফ টিভি

মাহাবুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ 

গাছা থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ রায়হান হোসেন মাসুম এর নির্দেশে ৩৭ নং ওয়ার্ড ছাত্রলীগ এর সভাপতি পদপ্রার্থী ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ওয়ার্ড সভাপতি মোঃ রিফাত আহমেদ পিয়াস তৃষ্ণার্ত পথচারীদের মাঝে পানি ও জুস বিতরন করেন। 

তীব্র তাপদাহ ক্রমাগত হারে বৃদ্ধির কারনে পথচারী ও শ্রমজীবী মানুষের তৃষ্ণা নিবারণের লক্ষ্যে, ২৯ এপ্রিল ২০২৪ সোমবার গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় পানি ও জুস বিতারন করেন তিনি।

এ সময় রিফাত আহমেদ পিয়াস বলেন, আমাদের সংগঠন এর মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম করা হয়। এখন পযন্ত তিনটি স্থানে শরবত বিতরণ করা হয়েছে। প্রথম দিন বোর্ডবাজার বাস স্টেশন, ২য় দিন বড় বাড়ি মার্কেট গাছা বাজার এবং আজ তারগাছ চৌধুরী মার্কেট।

দৈনন্দিন কাজের জন্য যে সকল শ্রমজীবী ও পথচারী মানুষ এই গরমে অতিষ্ঠ হয়ে যান, তাদের একটু শান্তির জন্যই ঠান্ডা পানি, জুস ও ট্যাংক, বিতরণ করা হয়েছে।

সকাল থেকে এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাইদুল, সাব্বির, আহমেদ বিল্লাল, হোসেন রাহাত খান, জিহাদ মিয়া, শাকিল আহমেদ, সানি মিয়া, শুভ আহমেদ ও সিয়াম মিয়া, বাপ্পি চৌধুরী, ইমন ইসলাম, শান্ত হোসেন, সৈকত, সৌরভ হাওলাদার, ইয়ামিন, নাঈম বিশ্বাস সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ।

কোন মন্তব্য নেই