শিরোনাম

মাটি খননের সময়ে বেড়িয়ে এলো রাইফেল মাইন ও মোটরসেল - Chief TV - চিফ টিভি

মাটি খননের সময়ে বেড়িয়ে এলো রাইফেল মাইন ও মোটরসেল - Chief TV - চিফ টিভি

আসিফ ইশতিয়া লিওন নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে মাটি খননের সময়ে  ৩.৩ রাইফেল উদ্ধার করা হয়। এসময়ে আরও দুইটি মাইন,একটি মোটরসেল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।  

সোমবার( ২২ এপ্রিল)বিকালে সদরের ক্যানেলের বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় ,বিকালে  ক্যানেলের বাজার এলাকায় ক্যানেলের পাশের এক পরিত্যক্ত জমি খননের সময়ে শ্রমিকরা ৩.৩ রাইফেল দুইটি মাইন ও একটি মোটরসেল দেখতে পায়। পরে এলাকাবাসী জানাজানি হলে সবাই দেখতে ছুটে আসেন।

সেসময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষায় আছে। 

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) পলাশ চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩.৩ রাইফেল দুইটি মাইন ও  একটি মোটরসেল উদ্ধার করা হয়েছে।পুলিশ ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষা আছে।

 

কোন মন্তব্য নেই