শিরোনাম

দাউদকান্দিতে বাস চাপায় নারী শিশু সহ চার পথচারী নিহত - Chief TV - চিফ টিভি

দাউদকান্দিতে বাস চাপায় নারী শিশু সহ চার পথচারী নিহত - Chief TV - চিফ টিভি

সাবের আব্দুল্লাহ কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়ক পার হওয়ার সময় একুশে পরিবহন নামে একটি বাসের চাপায় নারী শিশুসহ চার প্রচার নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লা জেলার, তিতাস উপজেলার, ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী এলাকার দিলবার নেসা(৫০) শাহিনুর আক্তার (২৪) রাইসা আক্তার (১.৫)সাইমা আক্তার ( ৩ )।বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুল আলম, তিনি বলেন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি সোমবার রাত আটটার দিকে মহাসড়ক পার হচ্ছিলেন শিশুসহ একই পরিবারের চারজন সদস্য। 

এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বেপরোয়া বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলাই মারা যান একজনসহ তিনজন,অন্য একজন শিশুকে গুরুত্বের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।

 তিনি আরো বলেন একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

কোন মন্তব্য নেই