ইমামতি করে সংসার চলে না তাদের - Chief TV - চিফ টিভি
শাহাদাত হোসেন নোবেল –খুলনা প্রতিনিধিঃ
ইমামদের সাথে কথা বললে জানা যাই তাদের দূর অবস্তার কথা। ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক দুরবস্থার খবর কেউ রাখেন না। দিন-রাতে থেমে থেমে ২৪ ঘণ্টায় মসজিদের দায়িত্ব পালন করতে হয় তাদের। ছুটি বা অবসর বলতে কিছু নেই তাঁদের জীবনে।
ঈদের দিন রাতে কোন কোন মসজিদের ইমামদের ৫/৭ হাজার টাকা বেতন দেওয়া হয়। এত অল্প বেতনে আমাদের সংসার কিভাবে চলে না! এই টাকা দিয়ে একটি পরিবার কিভাবে চলে এই খবর কেউ রাখেনা। আমরা কাউকে বলতেও পারিনা সইতেও পারিনা। বিকালে ইমাম-মুয়াজ্জিনরা তাদেও এসব দুঃখ দুদুর্শার কথা বলেন।
মওলানা আব্দুল্লার সাথে কথা বললে তিনি বলেন তিনি দীর্ঘ ১০ বছর ধরে ইমামতির পাশাপাশি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছেন। স্বামী-স্ত্রী, কন্যা ও নাতি-নাতনি নিয়ে তার সংসার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে তার মাসিক বেতন ৭ হাজার টাকা। তবে সেই বেতনও তিনি পান না মাঝে মাঝে কয়েক মাস ।
ইমাম হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানী ও মর্যাদাশালী ব্যক্তি। ইমাম শব্দটি কোরআনুল কারিমে বিভিন্ন অর্থে ব্যবহূত হয়েছে। সুরা বাকারার ১২৪ নম্বর আয়াতে ইমাম অর্থ ‘নেতা’ বলে উল্লেখ হয়েছে। কিন্তু এই ইমাম গন সমাজে সবথেকে অবহেলা ও অস্বচ্ছল।
কোন মন্তব্য নেই