লালমোহন তেতুলিয়া নদীতে নিষিদ্ধ জাল আটক - Chief TV - চিফ টিভি
মো কামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টারঃ
ভোলার লালমোহন তেতুলিয়া নদীতে বিপুল পরিমানে অবৈধ কারেন্ট জাল ও ১৫ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে শনিবার ৬ এপ্রিল । মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে কোষ্টগার্ড ও মৎস্য অফিসের উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল ও জাটকানইলিশ জব্দ করার পরে এসব জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে ও মাছ গুলো মাদ্রাসায় বিতরন করা হয়েছে
এইসব জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে। বিশেষ করে জাটকার (ছোট ইলিশ) বেশি ক্ষতি হয়। সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন আমাদের মৎস্য অফিস কর্তৃক অভিযান পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ভাবে জেলেদের হামলার শিকার হয়, তবে যারা এই সব কাজে জরিত থাকবে আমরা তজন্ত সাপেক্ষে ব্যবস্হা নিব
লালমোহন উপজেলার কোষ্টগার্ডের কমান্ডার জানান তারা যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করে থাকেন,সামনের দিকে অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই