খুলনার দিঘলিয়ায় বঙ্গবন্ধু চত্ত্বরের ও কৃষি ক্লাবের উদ্বোধন - Chief TV - চিফ টিভি
প্রধান অতিথি তার বক্তব্য বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন । তাঁর স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।
ইতিমধ্যে তিনি আমাদের উপহার দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ। এখন দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করে উন্নত দেশের তালিকায় স্থান দিতে প্রধানমন্ত্রী নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন । তাঁর নির্দেশনায় বাংলাদেশ কৃষিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে আমাদের এক যোগে কাজ করতে হবে।
পরে সচিব ওয়াহিদ আক্তার সুগন্ধি এলাকায় অবস্থিত কৃষি ক্লাবের উদ্বোধন করেন। উল্লেখ্য ১৯৭৪ সালে বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৎকালীন একান্ত সচিব বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানের মাধ্যমে তৎকালীন প্রধান শিক্ষক আব্দুল জাব্বারের নিকট নদী ভাঙন রক্ষার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে অর্থ বরাদ্দ দেন। সেই স্মৃতি রক্ষার্থে এখানে বঙ্গবন্ধুর চত্ত্বর নির্মাণ করা হলো।
কোন মন্তব্য নেই