কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ ৩ জন হরিণ শিকারী আটক - Chief TV - চিফ টিভি
জিসান কবিরাজ বাগেরহাট প্রতিনিধিঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও পা সহ ০৩ জন হরিণ শিকারী আটক।
শনিবার ০৬ এপ্রিল (২০২৪) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬এপ্রিল শনিবার বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা ও আউটপোস্ট নলিয়ান খুলনা জেলার দাকোপ থানাধীন শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন সুন্দরবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে ওই এলাকা থেকে ৬০ কেজি জবাইকৃত হরিণের মাংস, ০৩ টি মাথা, ০৮ টি পা, ০৩ টি মোবাইল ফোন ও ০১টি কাঠের নৌকা সহ ০৩ জন হরিণ শিকারীকে আটক করে কোস্ট গার্ড ।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত হরিণ শিকারী ও উদ্ধারকৃত হরিণের মাংস সহ সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর করা হয়।
জিসান কবিরাজ বাগেরহাট।
কোন মন্তব্য নেই