শিরোনাম

পলাশে স্কাউট দিবস পালিত- Chief TV - চিফ টিভি



পলাশে স্কাউট দিবস পালিত- Chief TV - চিফ টিভি
                                                                              ছবিঃ প্রতিনিধি
মাহবুব সৈয়দ(নরসিংদী) প্রতিনিধিঃ

স্কাউটিং করব"স্মার্ট সিটিজেন গড়ব-প্রতিপাদ্য নিয়ে নরসিংদীর পলাশে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। 

দিবসটি উপলক্ষে  সোমবার বাংলাদেশ স্কাউটস পলাশ শাখার উদ্যোগে র‍্যালি,বৃক্ষরোপণ  ও ট্রাফিক সেবা কার্যক্রম আয়োজন করা হয়।

পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটের পলাশ শাখার সাধারণ সম্পাদক বরুণ চন্দ্র দাস এর সঞ্চালনায়-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতি- মোহাম্মদ শহীদুল্লাহ্। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কাউট কমিশনার  মিলন কৃষ্ণ হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ও স্কাউট সহসভাপতি জনাব সুলতান  উদ্দিন, প্রধান শিক্ষক ও স্কাউট কোষাধ্যক্ষ জনাব জাহাঙ্গীর হোসেন এবং পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক জনাব আবুল কাশেম প্রমূখ। 

উল্লেখ্য ১৯৭২ সালের ৮ এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠন করা হয়। ১৯৭৪ সালে বিশ্ব স্কাউরস সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছিলো” বাংলাদেশ স্কাউটস সমিতি



কোন মন্তব্য নেই