শিরোনাম

ধুনটে আলহাজ্ব খলিলুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের উদ্বোধন- Chief TV - চিফ টিভি

ধুনটে আলহাজ্ব খলিলুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের উদ্বোধন- Chief TV - চিফ টিভি
                                                                   ছবিঃ প্রতিনিধি
ধুনট (বগুড়া) সুমন হোসেন প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে আর্ত মানবতার সেবায় গঠিত আলহাজ্ব খলিলুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ৮ এপ্রিল বিকেলে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের দিঘলকান্দি ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়। 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি খাইরুল কবির সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈকত হোসাইনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নুরুন্নবী তারিক। মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ন কবির সুজন, কোষাধ্যক্ষ প্রভাষক আসাদুজ্জামান আনোয়ার, দিগলকান্দি বাজার মসজিদের ইমাম, সাংবাদিক, রাজনীতিবীদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলহাজ্ব খলিলুর রহমান স্মৃতি ফাউন্ডেশন এতিম, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে যাত্রা শুরু করে। এছাড়াও শিক্ষা, ক্রিড়া, সাংস্কৃতি, প্রকৃতি ও পরিবেশ নিয়েও জনস্বার্থে কাজ করবে বলেও ব্যক্ত করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি খাইরুল কবির সোহাগ।

কোন মন্তব্য নেই