বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত প্রেমিক, নিহত প্রেমিকা- Chief TV - চিফ টিভি
শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার পীরগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী আহত এবং সঙ্গে থাকা এক নারী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
আজ শনিবার (১১ই মে) দুপুর ১টার দিকে পীরগাছা টু মহাস্থানগড় সড়কে পীরগাছা সুরখলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানানো যায়, পীরগাছার দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল সুরখলা ব্রিজ পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে ছিটকেপরে ঘটনাস্থলেই আফছানা নামের এক নারীর মৃত্যু হয় এবং মোটরসাইকেল আরোহী তাওসিফ গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে যান।
নিহত আফছানা হলেন বগুড়ার সদর থানাধীন সুলতানগঞ্জ পাড়ার রুইল শেখের মেয়ে। তিনি সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং আহত ইকবাল হলেন, সোনাতলা উপজেলার মাষ্টারপাড়া এলাকার ইকবাল রাজ্জাক সিদ্দিকের ছেলে তাওসিফ হোসেন (২২)।
এসব তথ্য নিশ্চিত করেছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির এস.আই আনিসুর রহমান।
এ বিষয়ে তিনি বলেন, পীরগাছা থেকে মহাস্থানগড় যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেলে থাকা তাওসিফ নামের এক যুবক আহত হয় এবং তার সঙ্গে থাকা আফসানা নামের মেয়েটি মারা যান।
তিনি আরো বলেন, আহত তাওসিফ সঙ্গে থাকা নিহত সেই মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। ঘুরার জন্য মহাস্থানগড়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত তাওসিফ ঘটনার পর থেকে অজ্ঞান হয়ে আছেন। তিনি বর্তমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং মেয়ের লাশটি পুলিশ হেফাজতে রয়েছে।
আইনি প্রক্রিয়ার শেষে লাশটি পরিবারের হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই