শিরোনাম

বাগেরহাটের মোড়েলগঞ্জে ৩ বসতঘর পুড়ে ছাই Chief TV - চিফ টিভি

Chief TV - চিফ টিভি

আরিয়ান আহমেদ জিসান, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে পুটিখালী গ্রামের গার্মেন্টস শ্রমিক মিজানুর রহমান, কৃষক শহিদুল ইসলাম হাওলাদার ও অজিয়ার হাওলাদারের বসতঘর গুলো পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয়রা ধারণা করছেন।

থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টিন ও কাঠের ওই ঘর ৩টি পাশাপাশি থাকার কারণে ঘুরগুলোতে দ্রুত আগুন লেগে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, পুড়ে যাওয়া ঘরগুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। জরুরি খাদ্য সহায়তা ও নিরাপত্তার বিষয়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে।

কোন মন্তব্য নেই