আসন্ন কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে, লিপি পদ্ম ফুল মার্কায় এগিয়ে - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
আসন্ন কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠছে নির্বাচনের পরিবেশ। প্রার্থীদের প্রচার-প্রচারণায় সাধারণ ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। যার ধারাবাহিকতায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন মোছাঃ নুরজাহান আক্তার (লিপি) পদ্ন ফুল মার্কা।
আগামী ২১মে- ২০২৪ ২য় ধাপে কটিয়াদী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই আসন্ন কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন প্রতিদ্বন্দ্বিতায় করছেন । মোছাঃ নুরজাহান আক্তার (লিপি) পদ্ন ফুল মার্কা সাথী আক্তার, কলস মার্কা ।
বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার ফুট বল মার্কা, ও মোছাঃ লুৎফা আক্তার হাঁস মার্কা। এলাকায় জরিপ করে সাধারণ ভোটারদের কাছ থেকে জানাজাই মোছাঃ নুরজাহান আক্তার (লিপি) পদ্ন ফুল মার্কা এগিয়ে আছেন।
মোছাঃ নুরজাহান আক্তার (লিপি) বিজয়ের লক্ষে সাধারণ ভোটারদের মনজয় করার জন্য উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হাট-বাজার, পথে-প্রান্তরে, পাড়া-মহল্লায় পদ্ন ফুল মার্কা নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পদ্ন ফুল মার্কা নির্বাচনী প্রচার-প্রচারণায় প্রতিদিন বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। যেখানেই প্রচার-প্রচারণা করছেন সেখানেই সাধারণ ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
ভোটের এলাকায় আলোচনার শীর্ষে রয়েছেন, মোছাঃ নুরজাহান আক্তার (লিপি) পদ্ন ফুল মার্কা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটাররা জানান, মোছাঃ নুরজাহান আক্তার (লিপি) কে পদ্ম ফুল মার্কা হলো উন্নয়নের মার্কা। পদ্ম ফুল মার্কাকে বিজয়ী করতে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবার আমরা ঐক্যবদ্ধ হয়ে পদ্ম ফুল মার্কাকে বিজয়ী করবো। মোছাঃ নুরজাহান আক্তার (লিপি) তরুণ সমাজকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আমাদের বিশ্বাস।
মোছাঃ নুরজাহান আক্তার (লিপি) বলেন আমি আসন্ন কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের মাঝে আপনাদের সেবা করার জন্য এসেছি, আমি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। পদ্ন ফুল মার্কা সকলের দোয়া ও ভোটের নির্বাচিত হয়ে স্মার্ট কটিয়াদী উপজেলা গড়ার জন্য নিরলসভাবে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
কোন মন্তব্য নেই