শিরোনাম

মিরসরাইয়ে বাস ও মোটরসাইকে সংঘর্ষে প্রাণ গেল হাফেজের - Chief TV - চিফ টিভি

মিরসরাইয়ে বাস ও মোটরসাইকে সংঘর্ষে প্রাণ গেল হাফেজের - Chief TV - চিফ টিভি

তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ 

মিরসরাই থানার নয়দুয়ারি  বাজারে বাস এবং মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক মোটরসাইকেল চালকের। চালক মোঃ সাইফুল ইসলাম  (৩৫) বাবা  নুর আহমেদ। মৃত সাইফুল  ১৬ নং শাহেরখালি ইউনিয়নের বাসিন্দা । তিনি মসজিদিয়া চৌধুরী পাড়া মসজিদে কর্মরত ছিলেন।

সেই সুবাদে ফ্যামিলি নিয়ে চৌধুরী পাড়া থাকেন সকালবেলা নয়টার সময়  বাজার করতে জান সেখান থেকে ফেরার পথে জোনাকি বাসের সাথে দুর্ঘটনা ঘটে ঘটনায় উপস্থিত সাইফুল ইসলামের মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং ভেতর থেকে মাথার মগজ গুলো বের হয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত মারা যান।

কোন মন্তব্য নেই