ক্যান্সারের খরচ যোগাড় করতে না পেরে ট্রেনের নিচে ঝাপ যুবকের - Chief TV - চিফ টিভি
আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে ব্রেইন ক্যান্সারের চিকিৎসার খরচ যোগাড় করতে না পাড়ায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে কাটা পড়ে আরমান আলী (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১০ মে) দুপুরে শহরের ওয়াপদা রেল ক্রসিংয়ের পাশে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়েন। নিহত আরমান ওই সাহেব পাড়া এলাকার সেলিম উদ্দিন ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক দীর্ঘদিন ধরে ব্রেইন ক্যান্সার রোগে ভুগছিলেন। পরিবারের সাধ্যমত চিকিৎসা করে আসছিলো। চিকিৎসা করতে গিয়ে পরিবারের জমি জায়গা ইতোমধ্যে সব শেষ করেছেন। এখন পরিবারের ভিটেমাটি ছাড়া কিছুই নাই প্রতিবেশীদের সহায়তায় কিছুদিন চিকিৎসা চললেও এখন চিকিৎসা খরচ সাধ্যের বাইরে। চিকিৎসা খরচ না থাকায় কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। স্থানীয়রা মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় পুলিশ এসে তা উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত পরিবারের অভিযোগ না থাকায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই