শিরোনাম

সরকার নির্ধারিত ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকেরা- Chief TV - চিফ টিভি


সরকার নির্ধারিত ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকেরা
ছবি-প্রতিনিধি
তানভীর আহমেদ - রংপুর প্রতিনিধিঃ 

রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে এক লাখ ৬৬ হাজার ৬৩৬ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এক লাখ ৬৬ হাজার ৯৪০ হেক্টরে চাষ হয়েছে। এরই মধ্যে বিভিন্ন উপজেলায় ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। কৃষকরা বলছেন, বেশি দামে সার-ডিজেল কেনা ও সেচসহ ধান চাষে এবার অতিরিক্ত টাকা খরচ হয়েছে তাদের। কিন্তু বাজারে যে দামে ধান-চাল বিক্রি হচ্ছে তাতে উৎপাদন খরচ উঠবে না।

৩৩ শতকের এক বিঘা জমি চাষ করতে একজন কৃষকের খরচ হয় ১৩ থেকে ১৪ হাজার টাকা। সরকার নির্ধারিত ধানের মূল্য ১২০০ টাকা। কিন্তু কৃষকদের ধান বিক্রি করতে হচ্ছে শুধুমাত্র ৮০০ টাকায়। কৃষকরা বলতেছেন পর্দার সরকার নির্ধারিত ধানের মূল্য মণ প্রতি ১২০০ টাকা হলেও সেই দামে ক্রয় করার জন্য কোনো ক্রেতা পাচ্ছেন না।

পীরগঞ্জের বাবনপুর গ্রামের কৃষক জানিয়েছেন, এবার বাম্পার ফলন হয়েছে। তবে সারের দাম বেড়েছে। সেইসঙ্গে জমিতে সেচ দেওয়ার জন্য ডিজেলসহ অন্য সব সামগ্রীর দাম বেশি ছিল। এমনকি ধান রোপণ থেকে কাটা পর্যন্ত শ্রমিকদের মজুরি বেশি। ফলে ধান চাষ করতে যে টাকা খরচ হয়, তা উঠছে না। আবার বিভিন্ন কৃষকদের এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ধান চাষ করতে হয়েছে। ফলে ন্যায্যমূল্য না পেলে তাদের লোকসানে পড়তে হবে।

কৃষকের দাবি সরকার যাতে কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে ধান কেনে, প্রত্যেকটি হাটে যাতে করে সরকারি ধান ক্রয় কেন্দ্র চালু করা হয়। এতে করে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবে।

কোন মন্তব্য নেই