দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেস ক্লাবে এর নতুন আহ্বায়ক কমিটি গঠন - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবি-প্রতিনিধি |
২৪ শে মে রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় দাউদকান্দি পৌর সদর তাল পাতা রেস্টুরেন্টে প্রায় ৫১ জন সাংবাদিকের উপস্থিতিতে দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাব এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আলোচনা সভায় অন্যান্য প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ৯ সদস্যের বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং চারজন উপদেষ্টা ঘটন করা হয়। চারজন উপদেষ্টা ও নয়জন আহ্বায়ক কমিটি আগামী পনেরো দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন।
১.মোঃ শাহাদাত হোসেন তালুকদার, আহব্বায়ক।
২.ইমরান মাসুদ যুগ্ম আহ্বায়ক ।
৩.মোহাম্মদ রাসেল সুমন যুগ্ন আহ্বায়ক।
৪মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা যুগ্ন আহ্বায়ক।
৫.মোহাম্মদ আনিসুর রহমান খান সদস্য সচিব।
৬.আহনাফ তিহামি সদস্য
৭.গোলাম মহিউদ্দিন সদস্য।
৮.সালমা আক্তার সদস্য।
৯. সঞ্জয় চন্দ্রদাস সদস্য।
দাউদকান্দি ও তিতাস উপজেলা সংসদ সদস্য ইন্জিনিয়ার আব্দুল সবুর ভাইয়ের স্মার্ট দাউদকান্দি ডিজিটাল উপজেলা ও দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাব। আপায়ন শেষে সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই