শিরোনাম

দিনাজপুরের হিলিতে ট্রাকের চাকার নিচে আত্মহত্যা - Chief TV - চিফ টিভি

দিনাজপুরের হিলিতে ট্রাকের চাকার নিচে আত্মহত্যা - Chief TV - চিফ টিভি
                                                                             ছবিঃ প্রতিনিধি
জয়নাল আবেদীন জয়, হিলি দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে ট্রাকের পিছনের চাকায় মাথা ঢুকে দিয়ে অজ্ঞাত (৫০) নামে একজন আত্বহত্যা করেছে ও নবাবগঞ্জে ড্রাম ট্রাকের চাকার নিচে পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। 

শুক্রবার দুপুর ১ টার দিকে হিলি-বিরামপুর সড়কের ধরন্দা ফকিরপাড়া নামকস্থানে এই দুঘটনা ঘটে। 

হিলির ধরন্দা এলাকার স্থানীয়রা জানান, জুম্মার নামাজ শেষে বাড়িতে আসার সময় দেখতে পাই একটি লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে সিসিটিভি ফুটেজে দেখা গেল সে ট্রাকের নিচে মাথা ঢুকে দিয়ে আত্বহত্যা করেছে। অজ্ঞাত তার বয়স (৫০)। 

হাকিমপুর থানার এসআই সুজা জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা আছে। আমরা ওই এলাকার একটি সিসিটিভির ফুটেজ দেখতে পেলাম তিনি ওই স্থানে বসে ছিল। তার একটি ট্রাক আসার সময় ট্রাকের সামনের চাকা পার হয়ে গেলে সে পিছনের চাকার নিচে নিজেই মাথা ঢুকে দিয়ে আত্বহত্যা করেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই