শিরোনাম

ইবির শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ হিসেবে ড: মুর্শিদের দায়িত্ব গ্রহণ - Chief TV - চিফ টিভি

ইবির শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ হিসেবে ড: মুর্শিদের দায়িত্ব গ্রহণ - Chief TV - চিফ টিভি

                                                                        ছবিঃ প্রতিনিধি

তামিম আশরাফ, কুষ্টিয়া (ক্যাম্পাস) প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড: মুর্শিদ আলম। শনিবার (০৪মে) বেলা সাড়ে ১১টায় সদ্য বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক ড: দেবাশীষ শর্মার কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড: আনোয়ার হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম ও হলটির আবাসিক শিক্ষকবৃন্দ।

অধ্যাপক ড: মুর্শিদ আলম বলেন, ‘প্রভোস্ট হিসেবে আমায় নিয়োগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ আমি আমার দায়িত্ব যথাযথ ভাবে পালনের জন্য সকলে কাছে সহযোগিতা কামনা করছি। আমি আমার দায়িত্ব যথাযথ পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।’

উল্লেখ্য, গত ২০ এপ্রিল হল প্রাধ্যক্ষের মেয়াদ শেষ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড: শেখ আবদুস সালাম ড: মুর্শিদকে আগামী এক বছরের জন্য উক্ত স্থলে স্থলাভিষিক্ত  করেন।

কোন মন্তব্য নেই