শিরোনাম

গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত - Chief TV - চিফ টিভি

গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত - Chief TV - চিফ টিভি
                                                             ছবিঃ প্রতিনিধি

মাহাবুল ইসলাম,গাজীপুর প্রতিনিধিঃ

৪ মে ২০২৪ গাজীপুরের শ্রীপুরে ড্রামট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ শ্রমিক আহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মাওনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ  আকবর আলী খান ।

নিহতরা হলেন রাসেল মিয়া ও আবু সুফিয়ান।

পুলিশ জানায়, গাজীপুরের শ্রীপুরে একটি পিকআপভ্যানে করে মিক্সার মেশিন নিয়ে ১৩ শ্রমিক ঢালাই কাজে মাওনা অভিমুখে যাচ্ছিলেন। তাদের বহনকারী পিকআপটি শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি এলাকায় আসলে  পেছন থেকে একটি ড্রামট্রাক তাদের চাপা দেয়। 

এতে পিকআপটি উল্টে মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রাসেল মিয়া নিহত হন। আহত ১২ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেখানে আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কোন মন্তব্য নেই