শিরোনাম

গাইবান্ধায় দর্শনীয় স্থান পৌর পার্ক - Chief TV - চিফ টিভি

গাইবান্ধায় দর্শনীয় স্থান পৌর পার্ক - Chief TV - চিফ টিভি

জাহিদুল ইসলাম, উপজেলা প্রতিনিধি গাইবান্ধাঃ

গাইবান্ধা পৌরসভার একটি দর্শনীয় স্থান, এটির মাঝে রয়েছে একটি পুকুর। ও পুকুর পাড়ে রয়েছে বিনোদনের ব্যবস্থা, সকাল সন্ধ্যা এখানে অনেক  দর্শনার্থী  বিনোদনের জন্য  বেড়াতে আসেন ।

গাইবান্ধা পৌরসভার সামাজিক বিনোদনের কেন্দ্র হিসেবে  সুপরিচিত একটি স্থান। গাইবান্ধা জেলা শহর বসবাসকারীর  বিনোদনের কথা ভেবে, ১৯২৭ সালে  জমিদার গোবিন্দ লাল রায়ের দান করা, এক একর  সাত শতক জমিতে গাইবান্ধা  পৌর পার্ক নামে যাত্রা শুরু করে। একটি পুকুরকে কেন্দ্র করে গড়ে ওঠা পার্কে  বিভিন্ন রকমের ফুল ও  ফলের গাছ রয়েছে। পুকুরের মাঝখানে পানির ফোয়ারা ও পাকা করানো ঘাট রয়েছে। ঘাটে  বসে সোনালী বিকেল নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায়, কেউ বা প্রিয়জনকে নিয়ে আসে ঘুরতে এই পার্কে সৌন্দর্য সবাইকে মুক্ত করে ।বেলা বাড়ার সাথে সাথে দশানার্থীদের ভিড় জমে যায়, পুকুর ঘাট, রঙ্গিন মাছ বিভিন্ন রকমের  প্রাণীর প্রকৃতির সাথে খোলা আকাশের নিচে বিশুদ্ধ পরিবেশে। গাইবান্ধার সকল পেশার মানুষকে টেনে আনেন গাইবান্ধা পৌর পার্ক, ও পার্কের   চতুরপাশ দিয়ে  বিভিন্ন রকমের দোকান আছে। সেখানে গিয়ে মুক্ত পরিবেশে সবকিছু কেনাকাটা করতে পারবে। লাগবে না কোন টিকিট।

কোন মন্তব্য নেই