সুন্দরবনে আগুন: সকাল থেকে পানি ছেটাচ্ছে বন, নৌ ও দমকল বাহিনী - Chief TV - চিফ টিভি
জিসান কবিরাজ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকায় লাগা আগুন এখন নিয়ন্ত্রণে। তবে সোমবার সকাল সাতটা থেকে আবারও আগুন নেভানোর কাজে হাত দিয়েছে বনবিভাগ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। তাদের সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বনসংরক্ষক রানা দেব জানান, রোববার দিবাগত রাত একটা পর্যন্ত বনবিভাগ এককভাবে আগুন নেভাতে পাম্প মেশিন দিয়ে পানি স্পে করেছে। এর ফলে এখন আর কোথাও তেমন একটা আগুন দেখা যাচ্ছেনা। যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে সেখানেই পানি দেয়া হচ্ছে।
তিনি বলেন, আরও দুই দিন ধরে এ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে পানি ছেটানো হবে। তবে আপাতত আর ভয়ের কোনো কারণ নেই। কারণ আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য রোববার ফায়ার লাইন কেটে সেখানে পানি দিয়ে রাখা হচ্ছে। আর আগুনের অস্তিত্বের তেমন একটা নেই, শুধু কিছু কিছু জায়গায় ধোঁয়া রয়েছে।
শনিবার দুপুরে সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকায় আকস্মিক এ আগুন লাগে। এদিকে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানাতে পারেনি বনবিভাগ। তবে তা উদঘাটনে কাজ করছে বনবিভাগের তদন্ত কমিটি।
এর আগে রোববার রাতে প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী চীফ টিভিকে জানান, লাগা আগুন ২৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
২৬ ঘণ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে ২৬ ঘণ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণ।
তিনি জানান, জ্বলতে থাকা আগুন এখন দৃশ্যমান নেই, পুরোপুরি নিয়ন্ত্রণে। প্রায় পাঁচ একর এলাকায় বিক্ষিপ্তভাবে আগুন ছড়িয়ে পড়লে রাতভর অগ্নি নির্বাপণের জন্য ২০ জনের একটি টিম গঠন করা হয়েছে।
কোন মন্তব্য নেই