বগুড়ার শেরপুরে অজ্ঞাত ট্রাকের চাপায় নারী নিহত - Chief TV - চিফ টিভি
জাহিদ হাসান, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে অজ্ঞাত ট্রাকের চাপায় এক পথচারী নারী (৪৬) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শুক্রবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার পুরাতন বাসষ্ট্যান্ড (ফলপট্টি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, অজ্ঞাত নারী ঐ এলাকায় নিয়মিত ভিক্ষা করতেন। এবং রাতে বাসস্ট্যান্ডে অবস্থিত করতোয়া মার্কেটে ঘুমাতেন। আজ সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম জানান, 'দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকেই আটক করা সম্ভব হয়নি। অজ্ঞাত ট্রাকটিকে শনাক্ত করে চালক-হেলপারদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই