আশাশুনিতে চিংড়ি পুশকৃত সরঞ্জাম সহ এক নারী শ্রমিক আটক - Chief TV - চিফ টিভি
আজগার আলী, বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে বিপুল পরিমান পুশকৃত বাগদা চিংড়ি আটক করা হয়েছে। এ সময় তরল জেলিসহ পুশের সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একজন নারী শ্রমিককে আটক করা হয়েছে।
শনিবার ১১ মে সকাল সাড়ে দশটার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আশাশুনির দক্ষিণ চাঁপড়া গ্রামের মালেক গাজীর বাড়িতে অভিযান চালায়। এসময় চিংড়িতে জেলি পুশ করার অভিযোগে এক নারী শ্রমিককে আটক করা হয়। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থল থেকে কয়েক ক্যারেট বাগদা চিংড়ি, তরল জেলি, পুশ করার সিরিঞ্জসহ অন্যান্য সামগ্রী আটক করেন।

কোন মন্তব্য নেই