শিরোনাম

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদককারবারী আটক - Chief TV - চিফ টিভি

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদককারবারী আটক - Chief TV - চিফ টিভি

মিঠুন সাহা রাজ, খাগড়াছড়ি (পানছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদককারবারী আটক

করা হয়েছে। 

রবিবার (০৫মে) গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে দুধুকছড়া এলাকা থেকে গাঁজাসহ এ মাদক ব্যবসায়ীকে আটক করে পানছড়ি থানা পুলিশ। 

আটককৃতরা মোঃ মোবারক হোসেন(৩১) উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমা নগর এলাকার বাসিন্দা স্বপন মিয়ার ছেলে। 

পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম বলেন, গোপনে সংবাদ পেয়ে পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর চেঙ্গী নদীর পাশে দুধুকছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম অবৈধ গাঁজাসহ তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পানছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর বলেন, জেলার সার্বিক আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। সকল অপরাধ কর্মকান্ড দমনে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কোন মন্তব্য নেই