পর্নোগ্রাফি মামলায় প্রায় ২ মাস ধরে পলাতক ইউপি সদস্য, ব্যাহত হচ্ছে নাগরিক সেবা - Chief TV - চিফ টিভি
শুভজিৎ সরকার,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুরুষ ইউপি সদস্য নুরুল ইসলাম উজ্জ্বল মারপিট, ছিনতাই পর্ণগ্রাফি মামলার আসামি হয়ে দীর্ঘ প্রায় ২ মাস যাবত পলাতক রয়েছেন। ফলে, ইউপি অফিসে নাগরিক সেবা নিতে আসা প্রত্যাশীরা তাদের কাঙ্খিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
উল্লেখ্য, গত ২২ শে মার্চ শুক্রবার ৯টার দিকে সুখানপুকুর ইউনিয়নের নিজকাকড়া বিলের মাঝখানে নিজকাকড়া গ্রামের মৃত মিরা প্রাং এর ছেলে হোটেল ব্যবসায়ী এমদাদুলকে ইউপি সদস্য উজ্জ্বল এবং মহিলা ইউপি সদস্য ববিতাসহ তার সহকর্মীরা অভিনব কায়দায় তাকে আটকিয়ে তার থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন ও ব্যবসায়ের ২৮০৩৫ টাকা ছিনিয়ে নেয়।
পরে রাস্তা থেকে এমদাদুলকে জোরপূর্বক নির্জন ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে তাকে বিবস্ত্র করে ববিতা জড়িয়ে ধরে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এবং তার পরিবারকে দেখানোর এবং মৃত্যুর ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩ লক্ষ টাকা দাবি করে এবং টাকা আদায়ের উদ্দেশ্যে তার থেকে ফাঁকা তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। একসময় জিবন ও সন্মান বাঁচানোর জন্য তার গচ্ছিত ১ লক্ষ ১০ হাজার টাকা অভিযুক্তদের দিয়ে তারা তাকে স্বাক্ষরকৃত স্ট্যাম্প ও ডিভিও ছাড়া শুধু মোটরসাইকেল ফিরত দেয়। পরবর্তীতে সেগুলো দেখিয়ে আবারো তার কাছে থেকে টাকা দাবি করে।
এরই প্রেক্ষিতে, গত ২৮শে মার্চ ভুক্তভোগী এমদাদুল ইউপি সদস্য উজ্জ্বলসহ আরো ১০-১৫ জনের বিরুদ্ধে গাবতলী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। তারপর থেকেই ইউপি সদস্য উজ্জ্বল চলে যান আত্মগোপনে। এতে তার অনুপস্থিতিতে ভেঙ্গে পড়ে তার এলাকার নাগরিক সেবাসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রম।
এ ছাড়া গ্রেপ্তার এড়াতে সুচতুর উজ্জল তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বদল করে অন্য নম্বর ব্যবহার করছেন। কয়েকদিন পরপরই তিনি নম্বর পরিবর্তন করেন। ফলে তাকে ধরতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ দিকে ইউপি সদস্য উজ্জ্বলের অনুপস্থিতিতে ঠিকমতো ইউপি সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন এলাকাবাসী। স্থানীয় কয়েকজ জানান, ইউপি সদস্য না থাকার কারণে জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর নিতে খুব ঝামেলা পোহাতে হচ্ছে। ঠিক মত সেবা পাচ্ছিনা। ইউনিয়নের একজন নাগরিক হিসেবে ইউপি সদস্যের থেকে যে সেবা পাওয়া যায়, তার অনুপস্থিতিতে আমরা সেই সেবা হতে বঞ্চিত হচ্ছি।
কোন মন্তব্য নেই