শিরোনাম

নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর বান্ধবীদের সাথে দুই নার্সের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে- Chief TV - চিফ টিভি

নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর বান্ধবীদের সাথে দুই নার্সের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে
ছবি-প্রতিনিধি
মনিরুল ইসলাম - চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)  প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর বান্ধবীদের সাথে দুইজন নার্সের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার ২৩ মে সকাল সাড়ে ১১টার দিকে, নাচোল সরকারি কলেজের শিক্ষার্থী আশরাতুন পেট ব্যাথা সহ অন্যান্য সমস্যা হলে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে যায়।  তার চিকিৎসা করে কর্তব্যরত চিকিৎসক স্যালাইন ও ইনজেকশন করার জন্য নার্সের কাছে পাঠান। রোগীর হাতে ক্যানোলা পরিয়ে, সিনিয়র নার্স ইতি ও রেহেনা খাতুন মোবাইল ফোনে ভিডিও দেখতে ব্যস্ত হয়ে পড়েন। একাধিকবার চিকিৎসার জন্য অনুরোধ করলেও কোন কর্নপাত করেননি তারা। এমনকি তারা রোগীর বান্ধবীদের সাথে দুর্ব্যবহার করেন। নাচোল ক্রয় বিক্রয় সোসাইটি নামে একটি ফেসবুক পেইজে ঘটনাটির ভিডিওটি ভাইরাল হলে, সমালোচনা ঝড় উঠে নাচোলে।

এদিকে কমপ্লেক্সের ঐ সিনিয়র স্টাফ নার্স ইতি খাতুন, তার নিজ বাসা গুঠইলে, অবৈধ চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ডেলিভারি রোগীর কাছ করে আসছেন। এমন অভিযোগও আছে তার বিরুদ্ধে। এতে বেশ কিছু নবজাতক শিশু সহ গতবছর বিলকিস নামের এক প্রসূতি মা মারা যাওয়ার ঘটনাও ঘটেছিল। 

রোগীর বান্ধবী সিনথিয়া সহ আরো কয়েকজন বান্ধবী জানান, প্রাইভেট পড়তে গিয়ে হটাৎ আমার বান্ধবী অসুস্থ হয়ে পড়লে তাকে মেডিকেলে নিয়ে যায়। কিন্তু নার্স হাতে ক্যানোলা লাগিয়ে দীর্ঘ সময় ধরে বসিয়ে রাখে। চিকিৎসার কথা বলতে গেলে আমাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন।

চিকিৎসা সেবা না দেওয়া ও রুগীর সঙ্গে দুর্ব্যবহার সম্পর্কিত অভিযোগ জানতে চাইলে সিনিয়র ষ্টাফ নার্স ইতি খাতুন অভিযোগ গুলো অস্বীকার করেন। নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: কর্মকর্তা ডাঃ কামাল উদ্দিন জানান, আমি এ বিষয়টি নিয়ে অবগত আছি, তাকে শোকজ করে পরবর্তী ব্যবস্থা নিবো।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে জানা নেই, তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই