জেনইউ ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ জয়ী হলো (খুবি) টিম স্টর্ম ট্রুপারস- Chief TV - চিফ টিভি
![]() |
| ছবি-প্রতিনিধি |
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিসেফ এর জেনারেশন আনলিমিটেড প্রোগ্রাম যৌথভাবে আয়োজিত ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ জয়ী হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের টিম স্টর্ম ট্রুপারস।
শনিবার (২৫ মে) রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ কমিউনিটি সল্যুশন পিচ ডে ২০২৩-২৪ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৪টি টিমের মধ্যে জয়ী হয় টিম স্টর্ম ট্রুপারস ও নৈবেদ্য।
ইভেন্টে অংশগ্রহণকারী দলগুলো তাদের উদ্ভাবনী প্রজেক্টগুলোর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করেছে। এতে বেশ কয়েকটি দল পরিবেশগত টেকসইতা, নবায়নযোগ্য শক্তি এবং উদ্ভাবনী কৃষি সমাধানের উপর জোর দিয়েছে।
অংশগ্রহণকারী দলগুলো ইকোসিস্টেম বিল্ডারস, সোশ্যাল ইমপ্যাক্ট ইনভেস্টরস এবং ফাউন্ডারসদের দ্বারা গঠিত ১২ জন বিচারকমণ্ডলীদের কাছে তাদের প্রজেক্টগুলো উপস্থাপন করে। বিচারকরা প্রজেক্টগুলোকে তাদের সম্ভাব্য সামাজিক প্রভাব, বাস্তবায়নযোগ্যতা, সাংগঠনিক মডেল এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যের ভিত্তিতে মূল্যায়ন করেন এবং শীর্ষ দুটি দল বাছাই করেন।
টিম স্টর্ম ট্রুপারস মাটির লবণাক্ততা মোকাবেলা এবং ফসলের ফলন বৃদ্ধির জন্য একটি ভার্টিক্যাল ফার্মিংয়ের সমাধান তৈরি করে।
শীর্ষ এই দুটি দল এখন বৈশ্বিক পর্যায়ে অগ্রসর হবে, যেখানে তারা গ্লোবাল জেনইউ ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে
%20%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AE%20%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%20%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B81.jpg)
কোন মন্তব্য নেই