মেহেরপুর সদর উপজেলা নির্বাচন ভোট গ্রহণ কাল - Chief TV - চিফ টিভি
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর সদর প্রতিনিধিঃ
রাত পেরোলেই অনুষ্ঠিত হবে মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। তাই সোমবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনের প্রচারণা। ইতোমধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটকেন্দ্রে দেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
আগামীকাল বুধবার অনুষ্ঠিত মেহেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৯৪ টি ভোট কেন্দ্রে ৫৭টি অস্থায়ী বুথ সহ ৬০৫ টি বুথে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সদর উপজেলা পরিষদে নির্বাচনে ২ লক্ষ ১৮ হাজার ৮০৪ জন ভোটারের মন জয় করতে চেয়ারম্যান পদে ৪ জন। ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেহেরপুর সদর উপজেলায় মোট ভোটারের ব নির্বাচন উপলক্ষে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।প্রতিটি কেন্দ্রের জন্য ৪-৫ জন করে পুলিশ বাহিনীর সদস্য, ১৩-১৮ জন করে আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
কোন মন্তব্য নেই