বগুড়ায় নির্বাচনকে কেন্দ্র করে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়ন - Chief TV - চিফ টিভি
শুভজিৎ সরকার,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৭ই মে) সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক ও নির্বাচনী এলাকায় বিজিবি টহল গাড়ি দেখা যায়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম।
তিনি আরো জানান, আগামী ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ৬ মে থেকে ১০ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
এছাড়াও নির্বাচনের পরিবেশ শান্ত সুশৃংখল রাখার লক্ষ্যে বিজিবির পাশাপাশি পুলিশ সদস্য ছাড়ও সারা দেশে ১ লাখ ৫৯ হাজার ৮৭৪ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য মতে বগুড়ায় আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বগুড়া জেলার তিনটি উপজেলায় তথা গাবতলী, সোনাতলা, সারিয়াকান্দিতে আগামী ৮ই মে সকাল থেকে ভোট গ্রহণ চলবে।
কোন মন্তব্য নেই