উপজেলা নির্বাচনে প্রচার প্রচারনার শীর্ষে শ্যামলী খান-Chief TV | চিফ টিভ
প্রতিবেদন আনোয়ার হোসেন (রাজ),চাদঁপুর কচুয়া প্রতিনিধিঃ
আসন্ন চাঁদপুরের কচুয়া উপজেলা ষষ্ঠ পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুব মহিলা লীগের নেত্রী শ্যামলী খান প্রচার প্রচারনার শীর্ষে মার্কা ছাড়াই প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন। বুধবার সারাদিন ভরে ৯নং কড়ইয়া ইউনিয়ন রহিমানগর বাজার, পালগিরি বাজার, ডুমুরিয়া বাজার, কালাচৌর বাজার, আকানিয়া মাছিম পুর আড়ং নলুয়া, বাজার,পালগিরি আড়ং মনোহরপুর সুবিদপুরের মোড় নির্বাচনের প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন এসময়
৯নং কড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো:আব্দুল সালাম সওদাগর ও ১১নং দক্ষিণ গোহাটের চেয়ারম্যান মো: আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেন।সাক্ষাৎ বিনিময় কালে উপস্থিত ছিলেন। ১১নং ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার বিন্দুগন আরো অনেকে। সাক্ষাৎ বিনিময় কালে বক্তব্য রাখেন শ্যামলী খান। বিগত তিন মাস নির্বাচনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। এবং নির্বাচনের মনোনয়ন প্রত্র জমা দিয়েছি।
আপনারা তো দেখেছেন প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে নির্বাচনের দোয়া ও সমর্থন নিয়েছি। মাঠে নেমেছি আপনারা সকলে মিলে মিশে আমাকে নির্বাচনে বিজয় লাভ করলে আমি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবো সাধারণ মানুষের পাশে আমি ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ।
কোন মন্তব্য নেই