শিরোনাম

আবারো বাড়ছে তাপমাত্রা জানানেন আবহাওয়া অফিস - Chief TV - চিফ টিভি

আবারো বাড়ছে তাপমাত্রা জানানেন আবহাওয়া অফিস  - Chief TV - চিফ টিভি

ডেক্স রিপোর্টঃ

টানা কয়েক সপ্তাহের তাপদাহের পর ঝড়বৃষ্টিতে সতেজতা ফিরেছিল প্রাণ-প্রকৃতিতে। তবে ফের তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়া অফিসের।

সোমবার (১৩মে) আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বরদীতে রোববার (১২মে) দেশের সর্বোচ্চ ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সোমবার দেশের সর্বনিম্ন ২১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আজ থেকে (সোমবার) দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাতের তাপমাত্রা বাড়তে পারে সমান্য। এ ছাড়া মঙ্গলবার (১৪ মে) দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

অবশ্য তাপমাত্রা বাড়লেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের দুয়েক জায়গায় বৃষ্টিপাতের এ প্রবণতা পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

নোয়াখালীর হাতিয়ায় সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় দেশের আরও বেশ কিছু স্থানেও বৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই