রেগুলেশন ১৯০০ বহাল রাখার দাবীতে পানছড়িতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে - Chief TV - চিফ টিভি
মিঠুন সাহা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
সিএইচটি রেগুলেশন ১৯০০ আইনটি বহাল রাখার দাবীতে খাগড়াছড়ি জেলার পানছড়িতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩মে) সকাল দশ'টা থেকে পানছড়ি বাজারের প্রধান সড়কের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই প্রতিবাদ সমাবেশ এর আয়োজক ছিল পানছড়ি সচেতন নাগরিক সমাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লীলা মোহন পাড়ার কার্বারী সুনয়ন চাকমা।
সমাজকর্মী রুমেল মারমার সঞ্চালিত সমাবেশে সভাপতিত্ব করেন ২৪১ নং লতিবান মৌজা প্রধান, পানছড়ি সচেতন নাগরিক কমিটির আহবায়ক ও ৪নং লতিবান ইউপির চেয়ারম্যান ভূমিধর রোয়াজা।
এ সময় আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা ও পানছড়ি উপজেলার কার্বারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেম রঞ্জন চাকমা, ২৪৩ নং চেংগী মৌজা প্রধান শান্তিময় চাকমা, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, ২নং চেংগী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা ও ত্রিপুরা কল্যান সংসদের সাবেক সভাপতি মনীন্দ্র লাল ত্রিপুরাসহ প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ১৯০০ সাল থেকে অদ্যবধি ২০২৪ সাল পর্যন্ত যে আইনি কার্যাদি চলছে তা খুব সুন্দর ও ভালোভাবে পরিচালিত হচ্ছে। তাই এই ১৯০০ সালের আইন বহাল রাখার জন্য সরকারের প্রতি বিনীত আহবান জানান। এই আইন বাতিল হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও বক্তারা জানান।
কোন মন্তব্য নেই