বিদ্যুৎস্পর্শ হয়ে দুই ভাইয়ের মৃত্যু- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তমিজ উদ্দিন (৫০) ও রবিউল ইসলাম (৩৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ভানোর ইউনিয়নের কোরিয়া বর্মতল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা কোরিয়া বর্মতল গ্রামের দবিজ উদ্দীনের সন্তান।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন, টেবিল ফ্যানের শর্ট সার্কিটে বড় ভাই বিদ্যুতায়িত হয়। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাইও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দুজনে মারা যান।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই