নওগাঁর মান্দায় রুহুল আমিন ও সাদ্দাম হোসেন নামে ২ জন আটক - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
নওগাঁর মান্দায় রুহুল আমিন সাদ্দাম নামে এক মোবাইল বিক্রেতাকে আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজত (শ্রীঘর) এ পাঠিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। নওগাঁর ডিবি পুলিশের ওসি হাসমত সাহেব জানান, গত বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মান্দার ফেরিঘাটে অভিযান চালিয়ে ৪০ টি অনিবন্ধিত স্মার্টফোনসহ রুহুল আমিন সাদ্দামকে আটক করা হয়। আটককৃত রুহুল আমিন সাদ্দাম (৩২) উপজেলার মান্দা সদর ইউনিয়নের কয়াপাড়া গ্রামের আজিজ ওরফে চেরকুর ছেলে। ফেরিঘাট ঢাকা বাসট্যান্ডে “সামি টেলিকম এন্ড ইলেকট্রিক” নামে তার একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, আটককৃত রুহুল আমিন সাদ্দামের বিরুদ্ধে মান্দা থানায় একটি মামলা রুজু হয়েছে।
কোন মন্তব্য নেই