শিরোনাম

পীরগঞ্জে ২৩৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি বিদ্যালয়ের ও কমিটি নেই - Chief TV - চিফ টিভি

পীরগঞ্জে ২৩৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি বিদ্যালয়ের ও কমিটি নেই - Chief TV - চিফ টিভি

তানভীর আহমেদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) ছাড়াই  ২৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বছরের পর বছর ধরে চলছে! এডহক কমিটি দিয়ে বিদ্যালয়গুলো চললেও সরকারের বরাদ্দকৃত উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনায় সমস্যা হচ্ছে। গত সোমবার (২৯ এপ্রিল) উপজেলা অডিটোরিয়াম হলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) মোসলেম উদ্দিন শাহ বিষয়টি প্রকাশ করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২শ ৩৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়গুলোতে সরকারি বিধি মোতাবেক তিন বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি থাকার কথা। কিন্তু বিগত ২০১৮ সালের পর উপজেলার কোন প্রাথমিক বিদ্যালয়ে ওই কমিটি নেই। বিদ্যালয়গুলোতে প্রতি বছর স্লিপ কমিটির বরাদ্দের টাকা, ক্ষুদ্র মেরামতসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে হয়।

কিন্তু কমিটি না থাকায় নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। সুত্র আরও জানায়, ১১ সদস্য বিশিষ্ট এসএমসিতে 8 জন অভিভাবক (২ মহিলা, ২ জন পুরুষ), ইউপি সদস্য ১ জন, দাতা সদস্য ১ জন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ১জন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষক একজন, অভিভাবকদের মধ্যে পুরুষ ১ জন মহিলা ১ জন । 

উপজেলার বিদ্যালয়গুলোতে শুধু মাত্র ২ জন বিদ্যোৎসাহী মনোনীত না থাকায় কয়েক বছর ধরে কমিটির গঠন প্রক্রিয়া ঝুলে আছে। এখানে বলা প্রয়োজন যে, মামলাজনিত কারণে পীরগঞ্জ পৌরসভার সীমানা সংলগ্ন রায়পুর, সদর এবং রামনাথপুর ইউনিয়নে নির্বাচন না হওয়ায় ইউনিয়নগুলোতে এসএমসি গঠন করা সম্ভব হয়নি। তবে এডহক কমিটি দিয়ে বিদ্যালয়গুলো চালানো হচ্ছে বলে সুত্র জানিয়েছে। উপজেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন শাহ বলেন, পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ম্যানেজিং কমিটি না থাকায় উন্নয়নমূলক কাজের টাকা ছাড় করতে পারছি না। জেলার স্যাররাও বারণ করেছেন।

কারণ, অডিট আপত্তিতে বিষয়টি আটকে যাবে। তবে সংশ্লিষ্ট ক্লাস্টারের এটিইও কে দিয়ে এডহক কমিটির মাধ্যমে কাজ চলছে। এটি কোন স্থায়ী সুরাহা নয়। এসএমসি গঠন করতেই হবে। সেক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য দুই জন বিদ্যোৎসাহী মনোনীত করে দিলে জুনের আগেই দ্রুত কমিটি গঠন করলে বিদ্যালয়গুলোতে উন্নয়ন মূলক কাজ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ১৬ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির মেয়াদও ২০১৭ সালে শেষ হয়। যে কারণে কাজ করা কষ্টকর হচ্ছে। প্রায় দুই মাস হলো আমি বদলী হয়ে পীরগঞ্জে এসেছি। আমি এর বেশি কিছু বলতে পারবো না।

কোন মন্তব্য নেই