ফুলপুরে উপজেলা নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু - Chief TV - চিফ টিভি
মাহাবুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ
৭ মে ২০২৪ ফুলপুরে উপজেলা নির্বাচনী মালামাল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (৭মে) বেলা ২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এসব নির্বাচনী মালামাল বিতরণ শুরু করা হয়।
সরঞ্জামাদির মধ্যে রয়েছে- স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা, অমোচনীয় কালির কলম, অফিসিয়াল সীল (রাবারের সীলমোহর), স্ট্যাম্প প্যাড, গালা, প্যানা (ছোট ও বড়), স্বচ্ছ ব্যালট বাক্সের সিল (লক), ফরমসমূহ, প্যাকেটসমূহ, মনোহারি দ্রব্যাদি যথাক্রমে বল পয়েন্ট কলম, সাদা কাগজ, কার্বন কাগজ, ছুরি, সুঁই, মোমবাতি, দেয়ালপত্র, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্টদের পরিচয়পত্র ইত্যাদি।
সরঞ্জামাদি প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফয়েজুর রহমান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম বলেন, সার্বিক বিষয়টি তদারকি করা হচ্ছে। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। সব ঠিকঠাক আছে।
তিনি আরও জানান, নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ব্যালট পেপার ৮ মে সকালে বিতরণ করা হবে। উল্লেখ্য, ফুলপুর উপজেলায় ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও ৯১টি কেন্দ্র রয়েছে। এতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৭৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৬৫০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪০ হাজার ১৩৮ জন ও ১ জন হিজড়া ভোটার রয়েছেন। ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সকাল ৮টায় একযোগে সকল কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
কোন মন্তব্য নেই