বগুড়ায় শ্বশুরবাড়িতে এসে লাশ হলেন জামাই,গ্রেফতার ০৩- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
শুভজিৎ সরকার -স্টাফ রিপোর্টার ঃ
বগুড়ার সোনাতলা উপজেলার দিঘদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামে শ্বশুড়বাড়িতে ফয়েজ উল্লাহ (৬০) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত শনিবার(১৮মে) দিবাগত রাতের খুনের শিকার হন ফয়েজ ।
নিহত ফয়েজ উল্লাহ হলেন, সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্যদীঘলকান্দি গ্রামে মৃত শমসের আলী আকন্দের ছেলে।
স্থানীয়সূত্রে, বেশ কয়েকদিন আগে নিহত ফয়েজ উল্লাহের স্ত্রী আমেনা বেগম বাবার বাড়িতে বেড়াতে আসেন। নিহত ফয়েজ উল্লাহ তাকে আনতেই শ্বশুড়বাড়িতে আসেন। আর সেখানেই তিনি হত্যাকান্ডের শিকার হলেন। সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, ফয়েজ উল্লাহ তার স্ত্রীকে আনতে শ্বশুড়বাড়িতে গেলে রাতের যেকোন সময় তাকে গলা কেটে হত্যা করা হয়। তবে কী কারণে তাকে হত্যা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরো বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আমেনা বেগম ও শ্যালক দুলু মিয়ার স্ত্রী আনু বেগমকে আটক করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কোন মন্তব্য নেই