শিরোনাম

পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন - Chief TV - চিফ টিভি

পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
ছবি-প্রতিনিধি


জয়নাল আবেদীন জয় -পাঁচবিবি,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের নয়া  কমিটি গঠিত। পাঁচবিবি  উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শনিবার (১৮ মে ) সকালে পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় উক্ত কমিটি গঠিত হয়। 

সভাপতি  ঢাকা থেকে প্রচারিত দৈনিক ডায়েরি এস এম রুহুল আমিন পাঁচবিবি উপজেলা প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ সমাচার জয়পুরহাট জেলা প্রতিনিধি জুয়েল শেখ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। 

এছাড়াও সহ-সভাপতি পদে দৈনিক খবর পত্র পাঁচবিবি উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক বজ্র শক্তি জেলা প্রতিনিধি আসাদুজ্জামান মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক  সকালের সময় পাঁচবিবি উপজেলা প্রতিনিধি মোঃ হাসিব মন্ডল, দৈনিক রূপান্তর বাংলা পাঁচবিবি উপজেলা প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক, দৈনিক ভোরের চেতনার জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম কোষাধ্যক্ষ ও দৈনিক দেশের পত্র জেলা প্রতিনিধি মোঃ আবু তাহের দপ্তর সম্পাদক, চিফ টিভি ও বিডিএন ৭১ জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন জয় প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। 

নির্বাহী সদস্য হিসেবে দৈনিক বজ্র শক্তি পাঁচবিবি উপজেলা প্রতিনিধি গোলাম ছাইদুর রহমান, দৈনিক নাশা নিউজ  পাঁচবিবি উপজেলা প্রতিনিধি মেহেরাজ হোসেন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। 

শনিবার (১৮ মে) জরুরী এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পূর্বে পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের  স্ব পরিবারে  নতুন কমিটির নের্তৃত্বে পাঁচবিবি প্রেসক্লাবের নতুন সদস্য অর্ন্তভূক্ত করার বিষয়েও সিদ্ধান্ত গৃহিত হয়।

কোন মন্তব্য নেই