শিরোনাম

গাইবান্ধায় ব্যাস্ততম শহরে নেই ট্রাফিক পুলিশ জ্যামের কারণে নানান সমস্যার মুখে সাধারণ যাত্রী ও অটোচালক - Chief TV - চিফ টিভি

জাহিদুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধিঃ

ব্যাস্ততম শহর হিসেবে পরিচিত গাইবান্ধা সদর, যেখানে বেশ কয়েকটি রাস্তায় চলাচল করে অটো, রিকশা, মোটরসাইকেল সহ ভারি যানবাহন। তবে গাইবান্ধা ডিবি রোড পুরাতন জেলখানা থেকে পুরাতন ব্রিজ পর্যন্ত সব সময় লেগে থাকে জ্যাম। 

গাইবান্ধা শহর থেকে বের হলে জ্যামের মুখে পড়তে হয় অটোচালক ও সাধারণ যাত্রীদের এতে করে নানান দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারীরা। 

এমনকি কোন অসুস্থ গর্ভবতী মাকে সদর হাসপাতালে নিয়ে যেতে পড়তে হয় অনেক বিড়ম্বনায়। এমন একটি জনবহুল এলাকায় রয়েছে স্থানীয় ট্রাফিক পুলিশের অনুপস্থিতি।  আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্য দের দেখা যায় না,জ্যামে পড়া গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। অটোচালক দের দাবি ব্রিজের পাশে বাইপাস রাস্তা করলে তাদের সুবিধা হবে। এবং জ্যাম থেকে  রক্ষা পাওয়া যাবে, সাধারণ যাত্রীরা বলেন আমরা দীর্ঘ কয়েক বছর থেকে শুনে যাচ্ছি এই ব্রিজের পাশে রাস্তা হবে কিন্তু সেটা কখনো সম্ভব হয়নি, এ সময় তারা   আর বলেন, কোন বিপদে পরলে   সময় মত  কোন নিরাপত্তা বাহিনীকে  দেখতে পাই না, সময় ছাড়া অসময়ে আসেন তারা।

কোন মন্তব্য নেই