শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক শরিফুল ইসলাম - Chief TV - চিফ টিভি
পল্লব, বেড়া (পাবনা) প্রতিনিধিঃ
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে গত ১০ই মে শুক্রবার বিকেল ৫টায় ঢাকা সুপ্রিম কোর্ট মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হক এর ৬২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দেশ বরেণ্য সাংবাদিকদের বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখায় দেশবাংলা টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি এবং বৃহত্তর কাশিনাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলামকে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উক্ত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া, সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব) এম. হারুন- অর রশিদ বীর প্রতীক।
এদিকে সাংবাদিক শরিফুল ইসলাম অ্যাওয়ার্ড পাওয়ায় তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং তার পরিচিত শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
কোন মন্তব্য নেই