শিরোনাম

চান্দিনায় সর্বজনীন পেনশন স্কিম গ্রহণে শ্রমিকদের উদ্বুদ্ধকরণ সভা - Chief TV - চিফ টিভি

চান্দিনায় সর্বজনীন পেনশন স্কিম গ্রহণে শ্রমিকদের উদ্বুদ্ধকরণ সভা - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি 

সাবের আব্দুল্লাহ (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় সর্বজনীন পেনশন স্কিম গ্রহণে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ( ইজিপিপি ) শ্রমিকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ( ২মে ) বিকাল ৩টায় শুহিলপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর চান্দিনার আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন - চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) জাবের মোঃ সোয়াইব। সভায় শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন - উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস।

এসময় ইউনিয়ন পরিষদের মেম্বার, ইজিপিপি শ্রমিক এবং ওই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে ইজিপিপি শ্রমিকদের মধ্যে ২৪ জন পেনশন স্কিমে অন স্পট রেজিস্ট্রেশন করেন।

কোন মন্তব্য নেই